Friday, July 26, 2024
বাড়িরাজ্যপহেলা বৈশাখ উপলক্ষে বাজারে চাঁদপুরের ইলিশ, মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে

পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে চাঁদপুরের ইলিশ, মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : বাংলা নববর্ষকে সামনে রেখে রাজ্যের বাজারে এসে গেছে ইলিশ মাছ। তবে মধ্যবিত্তের কপালে ইলিশ মাছ জুটবে কিনা তা সময়ই বলবে। বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছের জোগান থাকলেও মূল্য মধ্যবৃত্তের ক্রয় ক্ষমতার বাইরে।

 বাংলাদেশের চাঁদ পুরের ইলিশ মাছ রাজ্যের বাজারে এসেছে। রাজধানীর বাজার গুলিতে দেখা যায় মাছ ব্যবসায়ীরা বাংলাদেশের চাঁদ পুরের ইলিশ মাছ নিয়ে বসে রয়েছে। বিভিন্ন ওজনের ইলিশ মাছ রয়েছে। ফ্রিজের ইলিশ মাছের মূল্য কিছুটা কম হলেও কাচা ইলিশ মাছের মূল্য অনেকটা বেশি। ১ কেজি ওজনের কাচা ইলিশ মাছের মূল্য ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকা। আবার ফ্রিজের এক কেজি ইলিশ মাছের মূল্য ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকা বলে জানান এক মাছ বিক্রেতা।

নববর্ষের জন্য বাজারে ইলিশ মাছের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতি কেজিতে পাঁচ থেকে ছয় শতাধিক টাকা। রাজ্যে মৎস্য দপ্তরের এদিকে কোন নজর নেই। বটতলা বাজারে সিংহভাগ ইলিশ মাছ বিক্রেতা মনগড়া মাঝে মূল্য বিক্রি করেছে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ক্রেতা মহল বাজারে গিয়ে ইলিশ মাছের দাম শুনতে পেরে বাকরুদ্ধ হয়ে পড়ছে। মূল্য নিয়ন্ত্রণ রাখাটা সংলিষ্ট দপ্তরের দায়িত্ব পড়ে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কেটে চলেছে বলা যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য