Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে কর্মসূচি হাতে নিল বিবেকানন্দ বিচার মঞ্চ

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে কর্মসূচি হাতে নিল বিবেকানন্দ বিচার মঞ্চ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : রাজ্যের সাড়ে তিন বছরে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারিদের জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেগুলি কর্মচারিদের স্বার্থে নেওয়া হয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বিবেকানন্দ বিচার মঞ্চ ধন্যবাদ রেলির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগরতলা প্রেসক্লাবের শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস। তিনি বলেন বর্তমান সরকার আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে থেকেও গত সাড়ে তিন বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় রাজ্যের হোম গার্ডের বেতন বৃদ্ধি হয়েছে, সরকারি কর্মচারিরা সপ্তম বেতন পে কমিশন পেয়েছে, সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করেছে, ৯৩৮ জন বিজ্ঞান শিক্ষককে নিয়মিতকরণ করা হয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগামী ১০ অক্টোবর দুপুর বারোটায় বাধারঘাট স্পোর্টস স্কুল থেকে একটি ধন্যবাদ রেলি করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য