স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : প্রবীণ যন্ত্র সঙ্গীত শিল্পী সরোদ বাদক অলকেন্দ্র দেববর্মণ আজ বিকেল তিনটা বেজে আট মিনিটে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে 72 বছর বয়সে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। তিনি শচীন দেব বর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে সরোদ প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 2010 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
রাজ্যে এবং রাজ্যের বাইরে অনেক শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠানে তিনি একক সরোদ বাদন এবং অনেক শিল্পীর সাথে যুগলবন্দী পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করে গেছেন দীর্ঘ অনেক বছর। উনার কনিষ্ঠ পুত্র একজন সরোদ শিল্পী। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যের সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে আসে।আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তার মরদেহ নিয়ে আসা হলে রাজ্যের সংস্কৃতি জনেরা তার শব দেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। কালীকিনকর দেববর্ম স্মৃতি পুরস্কার সহ বহু সম্বর্ধনা পেয়েছেন অনন্য এই শিল্পী।তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক প্রকাশ করেছেন ও প্রয়াতের শোক সন্তপ্ত পরিবার পরিজন দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।