মোহালি, ৪ মার্চ (হি.স.) : বিরাট কোহলির শততম ম্যাচ নিয়ে উদ্দীপনা কম ছিল না ক্রিকেটপ্রেমীদের কাছে। কিন্তু শুক্রবার মোহালিতে কোহলি করলেন ৪৫ রান। যদিও ক্রিকেটপ্রেমীরা কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি আশা করেছিলেন। ৪৫ রান করার পথে তিনি আট হাজার ক্লাবের সদস্য হয়েছেন। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়েন তিনি। তবে কোহলির মঞ্চ মাতালেন ঋষভ পন্থ। ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। কিন্তু শতরান হাতছাড়া করায় হতাশ দেখাল পন্থকে। প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। দিনান্তে স্কোরকার্ড বলছে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৫৭।
টসে জিতে এদিন প্রথমে ব্যাট নেয় ভারত। শততম টেস্ট খেলতে নামা বিরাট কোহলিকে দেওয়া হল বিশেষ সম্মান। জয় শাহ নিজে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য কর্তারাও। এদিন পারিবারিক ছুটি কাটছাঁট করে মাঠে হাজির হন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে তাঁকে বিশেষ টুপি উপহার দেওয়া হয় টিমের তরফে। বিরাটের হাতে সেই টুপি তুলে দেন হেড কোচ রাহুল দ্রাবিড়। সেসময় মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় দলের সব সদস্য। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত কোহলির অভিষেক টেস্টে রাহুল দ্রাবিড় খেলেছিলেন। এখন তিনি কোচ। সেই রাহুল দ্রাবিড়ই তাঁর হাতে তুলে দিলেন বিশেষ টুপি। দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৩৯) ও অশ্বিন (৪)।