স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : ফের মানবিক মুখ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। খোদ মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন। ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের জন্য বড়োসড়ো ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজ সামাজিক মাধ্যমে জানান সর্বদা ত্রিপুরার জনগণের কাছে নিঃশর্ত আশীর্বাদ এবং স্নেহের জন্য ঋণী।
তাই তিনি নিজের বেতন থেকে ইউক্রেন ফেরত পড়ুয়াদের দিল্লি থেকে আগরতলা বিমানে নিয়ে আসতে ভাড়া বহন করবেন। এবং ইউক্রেন থেকে ফিরে আসা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করতে ত্রিপুরা ভবন দিল্লির কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। ফলে ছাত্র-ছাত্রীদের আয় হবে। লাগবে না নিজে গাঁটের পয়সা।