স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : ডিড রাইটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। একজন আইনজীবীর স্বাক্ষর ও সিল নকল করে ভুয়া নোটারী করার দায়ে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের এক ডিড রাইটারের বিরুদ্ধে।
ঘটনার বিবরণে জানা যায় জওহর মিয়াঁ নামে সোনামুড়ার এক ডিড রাইটার আইনজীবী রজত রায়ের স্বাক্ষর ও সিল নকল করে একটি নোটারী করে। আইনজীবী রজত রায় জানান সম্প্রতি বিষয়টি ওনার নজরে আসে। বিষয়টি ওনার নজরে আসার সাথে সাথে ত্রিপুরা বার এসোসিয়েশানের সম্পাদক ও সভাপতিকে অবগত করেছেন। পাশাপাশি তিনি অভিযুক্ত ডিড রাইটারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন।