Monday, February 17, 2025
বাড়িরাজ্যসাংগঠনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

সাংগঠনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : নির্বাচন আর মাত্র এক বছর বাকি। শাসক দলের কাছে পাখির চোখ আসন্ন বিধানসভা নির্বাচন। আর সেই মোতাবেক ঘর গোছাতে শুরু করেছে দল। বহুমুখী লড়াইয়ের মধ্যেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতা ধরে রাখতে তৎপর। সেই মোতাবেক শুক্রবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় বিজেপি সদর জেলা শহর ও বিজেপি সদর জেলা গ্রামীনের সাংগঠনিক বৈঠক। এই বৈঠকের পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রদেশ নেতৃত্ব। সাংগঠনিক বৈঠকের আগে তিন দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এরপর প্রত্যেক জেলার সাংগঠনিক বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী। এই সাংগঠনিক বৈঠকে কার্যকর্তা, জন প্রতিনিধি ও নেতৃত্বদের সঙ্গে সরকার ও সংগঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সরকারের কাজগুলি মানুষের কাছে বাধাহীন ভাবে পৌঁছে দেওয়া এবং কার্যকর্তা, নির্বাচিত প্রতিনিধির ভূমিকা কি  হওয়া উচিৎ তা সম্পর্কে অবগত করা হয়। সিপিএম দীর্ঘ দিন এই রাজ্যে রাজত্ব করে গেছে। সিপিএম-র সরকার চালানোর কায়দা ও বিজেপি-র সরকার চালানোর কায়দার মধ্যে তফাৎ রয়েছে বলে জানান তিনি। সিপিএম-র সময় এক দলীয় ব্যবস্থা ছিল। কিন্তু বিজেপি প্রত্যেককে কিছু দিতে চায়। কিছু কিছু কার্যকর্তাদের বিভ্রান্ত করা হয়। বিজেপি করলেও পাবে।  আর যারা বিজেপি করেন না তারাও পাবে বলে জানান মুখ্যমন্ত্রী। এগুলি কার্যকর্তাদের কাছে তুলে ধরা দায়িত্ব এবং কর্তব্য বলে জানান তিনি। একই সঙ্গে তাদের বক্তব্যও শোনা উচিৎ বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য