Friday, January 24, 2025
বাড়িরাজ্যসারা রাজ্যে পালিত হলো ঈদ

সারা রাজ্যে পালিত হলো ঈদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ উৎসব। এক মাস ব্যাপী রোজা শেষে এই ঈদ অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মপ্রানদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। বৃহস্পতিবার ঈদের মূল অনুষ্ঠান হয়েছে আগরতলা শিবনগর গেদু মিয়া মসজিদে। সেখানে ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান।

ধর্মপ্রাণরা সেখানে ঈদের নামাজ আদায় করে একে অপরের সাথে আলিঙ্গন দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ঈদ উপলক্ষে গোটা রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে সারা ত্রিপুরা রাজ্যের সাথে ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরেও মুসলিম ধর্মের প্রধান উৎসব ঈদ পালন করা হয়। এটি মুসলীম ধর্মাম্বলীদের ধর্মীয় উৎসব। সবাইকে সম্প্রীতির বন্ধনে বাঁধার সওগাত নিয়ে আসে ঈদ। এর আনন্দ থেকে ধনী-নির্ধন কেউ বঞ্চিত নয়। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। ঈদের সকালে সর্বস্তরের মুসলিমরা ঈদগাহে আসেন নামাজ পড়তে। সেখানে একে অপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ঘরে ঘরে চলে বিভিন্ন খাবারের আয়োজন।

এর মধ্য দিয়ে সমাজে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার হয়। ঈদের আনন্দ যেমন চেতনার ছোঁয়া মানবিকতা জাগ্রত করে। ঠিক তেমনি ধর্মীয় মূল্যবোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে। এদিন সকাল সাড়ে আটটার নাগাদ ঊনকোটি জেলার কৈলাসহরের বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হোছাইনিয়া মাদ্রাসায় শুরু হয় ঈদের নামাজ। যেখানে হাজার হাজার মুসলিম ধর্মের ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ পাঠ করেন। নামাজকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যনীয়। নামাজ শেষে ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মোবস্বর আলী বলেন যে, পবিত্র ঈদ সকলের জন্য বয়ে আনে আনন্দ। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে ঈদ ধনী,গরিব সকলের জন্য। ঈদ পালনের মধ্য দিয়ে সৌভাতৃত্ববোধের প্রকাশ পায়। তাই আজকের এই উৎসবের দিন সকলের জন্য বয়ে নিয়ে আসুক আনন্দ। অপরদিকে টিলাবাজার স্থিত টিলাবাজার মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ হয়। বহু মুসলিম ধর্মের মানুষ সেখান নামাজ পড়ে ঈদ উৎসব পালন করেন। টিলাবাজার জামে মসজিদে ঈদের নামাজ শেষে ঊনকোটি জেলা পরিসদের সদস্য তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজামান রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান, রাজ্যের ঐতিহ্য মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সর্বঅংশের মানুষ ঈদ উৎসবে শামিল হবেন বলে তিনি আশাবাদী।এদিকে মেলাঘর কলম খেত মুড়াপাড়া জামে মসজিদের ঈদের নামাজ শুরু হয় সাতটা। মসজিদের ঈমান প্রথমে ঈদের নামাজ পড়ান, তারপর খুতবা, এরপর আখেরি মোনাজাতের মাধ্যমে সে নামাজের সমাপ্তি ঘটে। ঈদের নামাজ শেষে কলমক্ষেত মুড়াপাড়া জামে মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজের গুরুত্ব তুলে ধরেন, তার পাশাপাশি ভারতবর্ষের সব জাতি অংশ যাতে একত্র বসবাস করতে পারে এবং ভ্রাতৃত্ববোধ বজায় থাকে সে বিষয় নিয়ে এক বিশেষ বার্তা দেন। সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের অন্যতম ঈদ। খবর লেখা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য