স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : শুক্রবার ১৬ টি পেসেন্ট ট্রান্সপোর্ট এম্বুলেন্সের সূচনা হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে পতাকা নেড়ে এই পরিষেবার সূচনা করেন। এম্বুলেন্সগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে ক্রয় করা হয়েছে। অক্সিজেন সাপোর্ট এডভান্স স্ট্যাটাস যুক্ত এই ষোলটি এম্বুলেন্স ক্রয় করতে ব্যয় হয়েছে ২ কোটি ৫০ লক্ষ ২৪ হাজার টাকায়। এই অর্থ নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম থেকে বরাদ্দ করা হয়েছে। এদিন অ্যাম্বুলেন্স গুলির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে ১৬ টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে।
এর আগেও ৯ টি অ্যাম্বুলেন্স ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে। এই ১৬ টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১২ টি মহকুমা হাসপাতাল গুলিকে প্রদান করা হবে। বাকী ৪ টি অ্যাম্বুলেন্স দেওয়া হবে চার জেলার পি এইচ সি –র জন্য । ২ কোটি ৫০ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে এই ১৬ টি অ্যাম্বুলেন্স রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত হতে চলেছে। জিবিতে ওপেন হার্ট সার্জারি। ১০ বছরের মেয়ের ওপেন হার্ট সার্জারি। এক নতুন দিশায় স্বাস্থ্য দপ্তর কাজ করছে। এর জন্য রাজ্যবাসী, স্বাস্থ্য কর্মীদের সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখন বহিঃ রাজ্যে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রাজ্যবাসীকে বহিঃ রাজ্যে গিয়ে চিকিৎসার জন্য কোটি কোটি টাকা খরচ করতে যাতে না হয় সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে বিনা মূল্যে এই সমস্ত অস্ত্রপচার হচ্ছে। যার সুবিধা পাচ্ছে রাজ্যের বড় অংশের মানুষ। এই কার্ডের জন্য রাজ্যবাসী অনেক সুবিধা পাচ্ছেন। তারজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
এই পেসেন্ট ট্রান্সপোর্ট এম্বুলেন্স গুলি বিলোনিয়া ,সাব্রুম, অমরপুর, মেলাঘর, বিশালগড়, কমলপুর, গন্ডাছড়া , কাঞ্চনপুর, উদয়পুর, আরজিএম, তেলিয়ামুড়া ও পানিসাগর মহাকুমা হাসপাতাল এবং সিপাহীজলা জেলার দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উত্তর জেলার আনন্দবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ধলাই জেলার মনুঘাট সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ জেলার মনুবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রকে প্রদান করা হয়। উল্লেখ্য কোভিড পরিস্থিতিতে আরো নয়টি অ্যাডভান্স লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে। তার জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৬০০ টাকা। এই নয়টি এম্বুলেন্স জিবিপি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, মর্ডান সাইকিয়াট্রিক হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল, উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল, ধলাই জেলা হাসপাতাল, দক্ষিণ জেলা হাসপাতাল, খোয়াই জেলা হাসপাতাল ও ঊনকোটি জেলা হাসপাতালের প্রদান করা হয়েছে। এদিন এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রাধা দেববর্মা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।