স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে সামনে রেখে রুটিন প্রচারে গেলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। বুধবার তিনি কৃষ্ণনগর এলাকায় তিপ্রা মথা ও বিজেপি কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন।
বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে তিনি গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান সরকারের কাজে মানুষ যথেষ্ট খুশি। ভোট প্রচারে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন ৭ রামনগর ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত।