Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যআসন্ন নির্বাচনের উপর নির্ভর করে দেশের গণতন্ত্র : কংগ্রেস

আসন্ন নির্বাচনের উপর নির্ভর করে দেশের গণতন্ত্র : কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : গত ১০ বছর দেশে অন্যায়কাল হয়েছে। এই অন্যায় কাল থেকে বের হয়ে আসতে মানুষকে জোটবদ্ধ হয়ে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে জয়ী করতে হবে। কারণ এই বিজেপি সরকার শুধু দেশকে শেষ করে দেয়নি, ত্রিপুরা রাজ্যটাকেও শেষ করে দিয়েছে। তারা চাইছে গুন্ডামি করে ক্ষমতায় থাকতে।

 কিন্তু গুন্ডামি করে ব্রিটিশরাও দেশে থাকতে পারেনি। দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপর নির্ভর করে ভারত বর্ষ আগামী দিনের গণতন্ত্র থাকবে কিনা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব পীযুষ কান্তি বিশ্বাস। তিনি বলেন, যে প্রতিশ্রুতি গুলি দিয়ে বিজেপি সরকারে এসেছিল সেগুলি পূরণ করেনি। বিজেপি মিথ্যাবাদী দল। তারা মানুষের সাথে প্রতারণা করেছে তোপ দাগলেন পিযূষ কান্তি বিশ্বাস। পাশাপাশি তিনি এদিন ইন্ডিয়া জোটের দুই প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং আশীষ কুমার সাহার হয়ে ভোট চান। তিনি বলেন তৃতীয়বার যদি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে দেশে গণতন্ত্র আর থাকবে না, তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং সংবিধান রক্ষা করতে ইন্ডিয়া জোটকে জয়ী করার। সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য