স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : রাজধানীর কৃষ্ণনগর এলাকার থেকে আটক ছয় নেশা কারবারি। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাদের জালে তুলতে সক্ষম হয়েছে। তারা এদিন এলাকায় নেশা সামগ্রী বিক্রি করার সময় ছয় জনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক পাউচ ড্রাগস। যার কালোবাজারি মূল্য এক লক্ষাধিক টাকা হবে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি।
তিনি জানান, এদিন রাত সাড়ে দশটার নাগাদ পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জালে তুলেছে। তাদের নাম গৌরব চক্রবর্তী, বাড়ি পূর্ব প্রতাপগড় এলাকায়, সায়ন দেব, বাড়ি ভট্টপুকুর এলাকায়, রাকেশ দেবনাথ, বাড়ি রামসুন্দর নগর এলাকায়, কৌশিক সাহা, বাড়ি কর্ণেল চৌমুহনি এলাকায়, সুমন দেবনাথ, বাড়ি নন্দননগর, প্রকাশ কর, বাড়ি বিশালগড়।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে তারা এদিন পাঁচ পাউচ ড্রাগস বিক্রি করেছে এলাকায়। পুলিশ তাদের আদালতে তোলে পুলিশ রিমান্ডে আনতে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে বলে জানান।