স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : রবিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত সিপিআইএম প্রার্থী রতন দাস ও পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর, নারী সমিতির নেত্রী রমাদাস সহ অন্যান্যরা।
আয়োজিত সভায় নারী নেত্রী রমা দাস বক্তব্য রেখে বলেন, আসন্ন লোকসভা নির্বাচন দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সংবিধান রক্ষা করার লড়াই। কারণ আজ রক্ষক ভক্ষক হয়ে গেছে। তিনি আরো বলেন, মানুষের অধিকার রক্ষা করা, কর্মসংস্থানের জন্য লড়াই করা ও নারীর ইজ্জত রক্ষা করার জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে বিজেপি সরকার গত ১০ বছরে শুধুমাত্র কর্পোরেটদের স্বার্থ রক্ষা করে গেছে। এবং দেশের সমস্ত সম্পদ লুটেপুটে খেয়েছে। আগামী দিনের এইভাবে চলতে থাকলে রেগা শ্রমিকদের পর্যন্ত কাজ থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান রমা দাস। তিনি বলেন, বিজেপি নির্বাচনী বন্ড নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি করেছে। কিন্তু এই দুর্নীতি শুধু দেশে নয়, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কলঙ্কজনক দুর্নীতির বলে জানান রমা দাস।