স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে রবিবার এক রোড শো ও পথসভা কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জিরানিয়া, মান্দাই, খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
এদিন প্রথমে খয়েরপুর বাজারে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব। প্রার্থী আশীষ কুমার সাহা বলেন, সারা দেশে আজ এক আরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। এর থেকে দেশকে বাঁচাতে হবে। আরো অভিযোগ তুলে বলেন শাসন ক্ষমতায় বসে হিংসারকে কায়েম করে চলেছে বিজেপি। বিশেষ করে বিভেদ সৃষ্টি করে দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি।
অপরদিকে প্রাক্তন মন্ত্রী মানিক দে বক্তব্য রেখে বলেন মানুষের সম্পত্তির নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও সম্মান সুরক্ষিত করার জন্য কংগ্রেসের সঙ্গে সিপিআইএম আসন সামঝোতা করেছে। কারণ আগে দেশ বাঁচলে তারপর যার যার কথা বলার সুযোগ পাবে। তাই দেশকে বাঁচাতে হবে। এ সরকারের কারণে দেশ বিপন্ন। বিজেপি -কে আর সুযোগ না দিতে আহ্বান জানান তিনি। আরো বলেন ভয়-ভীতি উপেক্ষা করে আগামী ১৯ এপ্রিল সকলে যাতে প্রার্থী আশীষ কুমার সাহাকে ভোট দিয়ে বিজেপি সরকারকে পরাজিত করে। এদিকে প্রাক্তন বিধায়ক পবিত্র কর বলেন বিজেপি সরকার গত ১০ বছরে জনগণের গণতান্ত্রিক অধিকার পদদলিত করেছে। গত ছয় বছর ধরে একই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের। এখানে কথা বলার অধিকার নেই, প্রতিবাদ করার সুযোগ নেই। এই পরিস্থিতিতে জন্য দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেবকে পুনরায় প্রার্থী করা হয়েছে। এদিন পথসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।