স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন আগামী ১৯ এপ্রিল। ঝড়ু পচারে নেমেছে বিজেপি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রবিবার এক বাইক র্যালির আয়োজন করা হয়। রাজধানীর এমবিবি কলেজ মাঠ থেকে শুরু হয় এই র্যালি।
হুড খোলা গাড়িতে করে র্যালিতে অংশগ্রহণ করেন খোদ বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। র্যালিতে এইদিন পুরুষদের পাশাপাশি মহিলা বিজেপি কর্মীরাও স্কুটি নিয়ে সামিল হন। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যে ভাবে মানুষ বাইক র্যালিতে অংশগ্রহণ করেছে তার প্রতিফলন ঘটবে নির্বাচনে। অকল্পনীয় ভোটে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জয়ী হবেন। জামানত জব্ধ হবে ইন্ডিয়া ব্লকের প্রার্থীর। এদিন হুড খোলা গাড়ি থেকে বিপ্লব কুমার দেব জনগণের সমর্থন চান।