স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে যদি কেউ অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরি করে কিংবা সামাজিক মাধ্যমে পোস্ট করে তাহলে জরিমানা করা হবে। পাশাপাশি প্রশাসনিকভাবে অভিযুক্তির বিরুদ্ধে যা যা করার তা করবে মন্দির কমিটি।
শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান মন্দির কমিটি। তারা জানান কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই পবিত্র স্থানে এসে কম বয়সি ছেলে, মেয়েরা ও পুরুষ, মহিলা বিভিন্ন অঙ্গী ভঙ্গি করে অশ্লীল ভিডিও তৈরি করছে। পরবর্তী সময়ে এইগুলি সামাজিক মাধ্যমে ছেড়ে মানুষের কাছ থেকে ভিউ সংগ্রহ করছে। এতে রাজ্যের এবং দেশের এক অন্যতম পবিত্র স্থানটির পবিত্রতা নষ্ট হচ্ছে বলে মনে করে মন্দির কমিটি। যদিও বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় তৈরি হওয়ার পর হুশ ফিরেছে মন্দির কমিটির। এখন দেখার বিষয় এই দৃশ্য দূষণের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে মন্দির কমিটি। তবে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়ার যে উদ্যোগের কথা বলা হয়েছে, তা কতটা বাস্তবায়ন করতে সফল হয় সেটাই এখন বড় বিষয়।