স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোট কেন্দ্রে থাকবে দুটি ইভিএম মেশিন। দুটি মেশিনেই ভোটাররা দেবে ভোট। কারণ একই দিনে রামনগর বিধানসভা কেন্দ্রে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার এই বিষয়ে বিস্তারিত জানান রিটানিং অফিসার ডঃ বিশাল কুমার। তিনি জানান কোন ধরনের সমস্যা হলে যাতে ভোটাররা সাথে সাথে সহযোগিতা চাইতে পারে তার জন্য থাকবে হেল্পলাইন নম্বর।
পাশাপাশি বিগত দিনের অভিজ্ঞতা থেকে স্পর্শ কাতর এলাকা গুলিকে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সেসব স্পর্শ কাতর ভোটকেন্দ্র রয়েছে , সেখানে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাশাপাশি মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের লক্ষ্য যাতে শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত করা যায়। তিনি আরো বলেন কোন ভোটার যাতে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রাপ্ত না হয় তার জন্য থাকবে নিরাপত্তার ব্যবস্থা। যদি কোন ধরনের অনিয়ম হয় তাহলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান করার জন্য ব্যবস্থা রাখা হবে। আরো বলেন নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরাও ভোটকেন্দ্রের বাইরে থাকবে। কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।