স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : আগামী ১৯ এবং ২৬ এপ্রিল রাজ্যে দুই দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি আইটি সেলের দিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছে।
শুক্রবার দুপুরে রাজ্য স্তরের আইটি সেল, সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার মিট অনুষ্ঠিত হয়। আগরতলা নজরুল কলাক্ষেত্রে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বি জে পি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বি জে পি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইটি ইনচার্জ জানান, লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা কনভেনার, মন্ডল কনভেনার, রাজ্য কনভেনার উপস্থিত রয়েছেন। গণতন্ত্রের উৎসবের আগে এই শঙ্খনাদ অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি।