Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবাসন্তী পূজাকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ

বাসন্তী পূজাকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : রাজধানী আগরতলা শহর সহ রাজের বিভিন্ন স্থানে ক্লাব সামাজিক সংস্থা এবং বাড়ি ঘরে প্রতিবছর বাসন্তী পূজার সংখ্যা বাড়ছে। বাসন্তী পূজাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনার পরিবেশ পরিলক্ষিত হচ্ছে।

 হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি। সে কারণেই মূর্তি পাড়ায় মৃৎ শিল্পীদের ব্যস্ততা বর্তমানে তুঙ্গে। চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই বাঙালির আদি দুর্গা পুজো। যদিও বর্তমানে আশ্বিন শুক্লপক্ষের দুর্গা পুজোই বেশি আড়ম্বরে পালিত হয়। পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। জাতিধর্ম নির্বিশেষে এই বিশেষ উৎসব নিয়ে মেতে ওঠে সকলে। শারদীয় দুর্গাপূজার মত এই বাসন্তী পুজোও দেবী দুর্গারই আরাধনার জন্য করা হয়। আদি কালে দূর্গার আরাধনায় বাসন্তী পুজোই করা হত। তবে এখনো বসন্ত নবরাত্রিতে নয় দিন ব্যাপী দেবী দুর্গার পুজো করা হয়। বাসন্তী দুর্গা পূজোকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ। মৃৎ শিল্পীরা দিবারাত্রি এক করে কাজ করে যাচ্ছেন। এক মৃৎ শিল্পী জানান বাসন্তী পুজার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাজারে মূর্তি নির্মাণের বিভিন্ন সামগ্রীর দাম কিছুটা বেশি হওয়ার কারনে ওনারা মূর্তি নির্মাণ করে তেমন একটা লাভ করতে পারেন না। মূর্তি নির্মাণের সামগ্রীর দাম বেশি হওয়ার কারনে মূর্তির দামও কিছুটা বেশি। গত বছরের তুলনায় এই বছর মূর্তির চাহিদা দ্বিগুণ। তবে ছোট মূর্তির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য