Monday, February 17, 2025
বাড়িরাজ্যমুখ খুললেন সুদীপ

মুখ খুললেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : আক্রান্ত হয়ে সুদীপ রায় বর্মন মুখ খুললেন পুলিশের বিরুদ্ধে। সুদীপ রায় বর্মন বলেন, জঙ্গলের রাজত্বে এর থেকে বেশি প্রত্যাশা জনগণ কি করা যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো পুলিশের মদতে শনিবার শাসকদলের বাইক বাহিনী আক্রমণ করেছে। পুলিশ সবটাই জানত।

মঞ্চের পেছনে এসে আক্রমণ করেছে শাসক দলের দুর্বৃত্তরা। তানাশাহি রাজত্বে, বোকার রাজত্বে এবং অপদার্থতার রাজত্বে এর থেকে বেশী আর মানুষ কি প্রত্যাশা করবে বলে জানান তিনি। মুখিয়া অর্ডার দিচ্ছে কংগ্রেস ভবনের উপর ভাঙচুর করতে, কর্মীদের মারধরের নির্দেশ দেওয়া হচ্ছে। আইন-শৃংখলার যার হাতে তিনিই গুন্ডাদের লালিত-পালিত করে উস্কানি দিচ্ছে হামলা হুজ্জোতি করার জন্য। পুলিশের উপর আর কোন ভরসা নেই। পুলিশ জানত এ দিন এ ধরনের হামলার ঘটনা সংঘটিত হবে। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ কংগ্রেসের কর্মসূচি বাতিল করার জন্য বলে পুলিশ। কিন্তু পরবর্তী সময় পুলিশ যে জায়গা থেকে গুন্ডামি শুরু হয় সেই জায়গায় গিয়ে পাহারায় বসে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জনক বলে জানান তিনি। তাই আইনের দরজায় কড়া নাড়বে বলে জানান। আরো বলেন, লড়াই চলবে। মানুষকে পাশে নিয়ে শক্তি জুগিয়ে সংঘবদ্ধভাবে লড়াই করবেন বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য