Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

বিদ্যুৎ সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : মন্ত্রী অনিমেষ দেববর্মার বিধানসভা কেন্দ্রে বিদ্যুৎ সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয়রা। গত এক সপ্তাহ ধরে আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের বিদ্যাবিল এলাকায় বিদ্যুৎ নেই। এই তীব্র গরমে বিদ্যুতহীন হয়ে আছে বিদ্যাবিল এলাকা।

 এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকার ফলে সমস্যায় পড়েন স্থানীয়রাও। বাধ্য হয়ে মঙ্গলবার সকাল দশটায় খোয়াই কমলপুর ২০৮ জাতীয় সড়ক অরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিন বিদ্যাবিল এলাকাবাসী বেহালাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় সড়ক অবরোধে সামিল হয়। প্রায় দুই ঘন্টা ধরে সড়ক অবরোধের নাজেহাল হতে হয়েছে পথচারীরা। তাদের অভিযোগ তাছাড়া বিভিন্ন সময়ে বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ট এলাকাবাসী।

 বিদ্যুতের সঠিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। ভোল্টেজ লো থাকে৷ প্রায় সময় এইসব এলাকায় নো বল্টেজ থাকে। এর ফলে জলের সমস্যা চলছে ৷ চরম দাবদাহে জলের হাহাকার পড়েছে এলাকায়৷ রাতের বেলা ফ্যান চলে না। তাদের দাবি, বারবার তুলাশিকড় বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানোর পরেও তারা কোনও কর্ণপাত করেনি। এলাকায় দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে বাধ্য হয়ে এদিন জাতীয় সড়ক অবরোধ করতে হয়৷ পরে চাম্পাহাওর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ এই সড়ক অবরোধ প্রত্যাহার করতে ব্যর্থ হয়। দীর্ঘ দুই ঘণ্টা সড়ক অবরোধের পর খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যান মহকুমা শাসক। অবরোধকারীদের সাথে কথা বলেন। মহকুমা শাসকের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য