স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : হাতে মাত্র আর কয়েকদিন, তারপরই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মোহনপুর মহকুমা জুড়ে বাংলাদেশী নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। অবৈধ ভাবে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশী নাগরিকরা। মঙ্গলবার ভোরে মোহনপুর মহকুমার বামুটিয়ার গুচামুড়া পাড়া থেকে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে বামুটিয়া ফাঁড়ি থানার পুলিশ।
অপরদিকে মঙ্গলবার সকালে মোহনপুর বাজার সংলগ্ন পাড়ায় বাড়িঘরে ঘোরা ফেরা করার সময় তিন বাংলাদেশী নাগরিককে আটক করে স্থানীয় লোকজন। পরবর্তী সময় ধৃতদের সিধাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বামুটিয়ার গুচামুড়া থেকে ধৃত বাংলাদেশী নাগরিকদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা রয়েছে। ধৃতরা হল শেক বলু, শেক শাহ আলম, রশিদা শেখ ও শামিয়া খাতুন। বাংলাদেশী হলেও দীর্ঘবছর ধরে তারা কলকাতায় ছিলেন। বামুটিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে তারা বামুটিয়ার গুচামুড়া পাড়ায় গিয়েছিল। বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে তাদেরকে স্থানীয় বিমান কিশোর গুপ্ত সহযোগিতা করছিল। তাকেও আটক করেছে পুলিশ। অপরদিকে বাংলাদেশী তিন নাগরিক আমিম ইকবাল, মহম্মদ নাজার ও মহম্মদ পরান পাগলাকে মোহনপুর বাজারের লোকজন মঙ্গলবার সকালে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মোহনপুর বাজার সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে মঙ্গলবার সকালে তারা রাজ্যে এসেছে বলে স্বীকার করে। বামুটিয়া ফাঁড়ি থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশী নাগরিক আটক করার বিষয়ে জানান।