স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : ভোট প্রচারে গিয়ে ইন্ডিয়া জোটকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য।প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে রামনগর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় এদিন চষে বেড়ান তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি প্রতি মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে বোঝা যায় ত্রিপুরার দুটি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হতে চলেছে।
আসন্ন লোকসভা নির্বাচনে দুটি আসনে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া হবে। পাশাপাশি উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয় হবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন, নির্বাচনের আগেই তাদের অর্ধেক দল ছেড়ে পালিয়ে গেছে, বাকি অর্ধেক জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সুতরাং শেষ পর্যন্ত আই থাকবে। আই -টি ধীরে ধীরে বিজেপি -তে চলে আসবে। আরো বলেন, সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের একবার কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে হবে আবার ভোট দিতে হবে সিপিআইএম প্রার্থীকে। এতে মানুষ দ্বিধাগ্রস্ত হবে। তাই ভারতীয় জনতা পার্টি জয় এলাকায় নিশ্চিত বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি।