স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জানুয়ারি : পিসির সাথে স্কুলে যাওয়ার পথে যান দুর্ঘটনায় আহত হল দুই স্কুল পড়ুয়া সহ মোট ৪ জন। ঘটনা বুধবার সকালে নলছড় ব্যাংক চৌমুহনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালে নলছড় এলাকার ছাত্রী আরোহী মজুমদার বায়না ধরে পিসির সাথে স্কুলে যাবে। পিসি নুপুর মজুমদার আরোহী মজুমদার এবং পাশের বাড়ির দেবজিত দাসকে নিয়ে TR-07-4013 নাম্বারের যাত্রীবাহী অটোতে করে বিশ্রামগঞ্জ ডন বস্কো স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়। নলছড় ব্যাংক চৌমুহনি এলাকায় যাওয়ার পর TR-01AY-1606 নাম্বারের একটি টিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোর পিছনে সজোরে ধাক্কা মারে। টিপার গাড়ির ধাক্কায় যাত্রীবাহী অটোটি রাস্তায় উল্টে দুমড়ে মুচড়ে যায়।
এতে আহত হয় অটোতে থাকা নুপুর মজুমদার, ছাত্রী আরোহী মজুমদার, ছাত্র দেবজিৎ দাস ও অটো চালক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বৈরাগী বাজার সুকুমার বর্মন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। এইদিকে দুর্ঘটনার পর টিপার গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনা গ্রস্ত অটোটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।