স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : বড় ক্ষতির মুখে ত্রিপুরা ব্যাম্বো বেইসড হ্যান্ডিক্রাফটস ম্যানুফ্যাকচারাস এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে টি চক্রবর্তী জানান, ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ শিল্পের সাথে যুক্ত উৎপাদনকারী এবং সরবরাহকারী। রাজ্যের ৯০ শতাংশ বাঁশ-বেতের দ্রব্যাদি বর্হিরাজ্যে সরবরাহ হয়ে থাকে।
যা দশকের পর দশক ধরে এই কাজ করে আসছে এবং রাজ্যের হাজার হাজার বাঁশ-বেতের শিল্পের সাথে জড়িত কারুশিল্পীদের রোজগারের ব্যবস্থা করেছে শিল্পীরা। কিন্তু গত ২ ডিসেম্বর TCIXPS TRANSPORT কোম্পানির একটি গাড়ির পন্য তল্লাশি হয়। ট্রান্সপোর্ট কোম্পানির হিসাব অনুযায়ী ৪৮ পেকেট বাঁশ-বেতের মাল ছিল। যার বাজার মূল্যে আনুমানিক ছয় লক্ষাধিক টাকা। গত ২৩ জানুয়ারি সেই সামগ্রী গুলো পুলিশ থেকে ছাড়া পায়। আজকের দিন পর্যন্ত এখনও অনেক সামগ্রী পাঠানোর ফলে ক্রেতারা পায় নাই। কারণ তল্লাশির নামে পন্যের প্যাকেটগুলো এমন ভাবে ছেড়া হয়েছিল যে, কার কোন পন্য বুঝার উপায় ছিল না। বিশেষ করে বহু সামগ্রী নষ্ট পর্যন্ত হয়েছে বলে পুলিশের ঘাড়ে দোষ চাপানো হয়েছে।