Thursday, January 23, 2025
বাড়িরাজ্যমহিষ পাচার চক্রে জড়িত গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার

মহিষ পাচার চক্রে জড়িত গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : মহিষ পাচার চক্রে জড়িত গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কৈলাশহর ফুলবাড়ী কান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান বলে জানা যায়। দীর্ঘদিন ধরে গরু পাচার ও মহিষ পাচার চক্রে জড়িত ছিল এই প্রধান বাবু। অবশেষে পুলিশ স্থানীয়দের চাপে পড়ে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধানকে জালে তুলেছে। গত কয়েক মাস ধরে ধর্মনগর কৈলাশহর দিয়ে মহিষ ও গরু পাচারে সক্রিয় হয়ে উঠেছে কিছু পাচারকারী। সারা রাজ্যে থেকে প্রতিদিন গরু চুরির অভিযোগ উঠছে।

এরই মধ্যে সম্প্রতি এক মহিষ পাচারের ঘটনার তদন্তে নেমে পুলিশ শেষ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত প্রধানকে কাঠগড়ায় দাঁড় করাতে স্বতঃস্ফূর্ত ভূমিকা গ্রহণ করল। দীর্ঘদিন ধরে কৈলাশহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে অভিযুক্ত সুন্দর মিয়া পাচারের ঘটনায় জড়িত বলে অভিযোগ। জানা যায় পুলিশ প্রথমে লিটন দাস ওরফে নান্টুকে পানিসাগর মহাকুমার রামনগর গ্রাম পঞ্চায়েতের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল।

 তাকে ২ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি ৩৮২ এফ ৩৫৩ ৩৪ আইপিসি এবং ইলেভেন ডি অফ এনিমেল প্রটেকশন অ্যাক্ট, তা ছাড়া সেক্টর এন্ড ড্যামেজ অফ পাবলিক প্রপার্টির ধারা রয়েছে। উল্লেখ্য ২৪ মার্চ ধর্মনগরের আনন্দবাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে যখন দুটি পিকাপ গাড়িতে করে নয়টি মহিষ পাচার করার চেষ্টা চলছিল তখন আটক হয়েছিল লিটন দাস, তারপর এই ঘটনায় জড়িত মূল মাস্টার মাইন্ড তথা গ্রাম পঞ্চায়েত প্রধান সুন্দর মিয়াকে পুলিশ জালে তুলে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে বলে মনে করছে পুলিশ। কিন্তু অভিযুক্ত সুন্দর মিয়ার বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকেও কঠোর শাস্তি দাবি উঠেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য