স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : দীর্ঘ দিন ধরে উদয়পুর মহকুমায় মাতারবাড়ি এলাকায় কিছু সমাজদ্রোহী যুবক নেশা সামগ্ৰী অবৈধভাবে বিক্রি করে চলেছে। এবং তারা যুব সমাজকে নেশায় আকৃষ্ট করছে। ফলে অভিভাবকরা কিছুতেই ছাত্র যুবদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারছে না।
স্থানীয়দের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাধা কিশোর পুর থানার পুলিশ মাতারবাড়ি কামার পুকুর পার এলাকা থেকে দুইজন যুবককে আটক করেছে। ধৃত দুজনের নাম উৎপল নমঃ দাশ ও রূপক সরকার। তাদের কাছ থেকে একটি গাড়িও আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা নেশা সামগ্রী অর্থাৎ হেরোইন বিক্রির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।