স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : অবশেষে জি.আই ট্যাগ পেল উদয়পুরের মাতারবাড়ির প্যাঁড়া ও জনজাতিদের হাতে তৈরি রিসা। উদয়পুরের মাতাবাড়ির প্যাঁড়া জি.আই ট্যাগ পাওয়ায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তার জন্য মুখ্যমন্ত্রী রবিবার সন্ধ্যায় উদয়পুরের মাতার বাড়িতে গিয়ে রীতি মেনে মায়ের পুজো দেন। এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন।
মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক সহ অন্যান্যরা। এইদিন মাতার বাড়িতে গিয়ে মায়ের পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন মাতার বাড়ির প্যাঁড়া নিয়ে সকলে গর্ব করতো। দীর্ঘ দিন পর মাতার বাড়ির প্যাঁড়া জিআই ট্যাগ পেয়েছে। এইটা আনন্দের বিষয়। তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্যের স্থানীয় উৎপাদন গুলির যেন সমৃদ্ধি ঘটে তার জন্য এইদিন তিনি মায়ের নিকট প্রার্থনা করেছেন।