স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : রবিবার সকালের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভোট প্রচারে ঝড় তুললেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার।
বিগত বিধানসভা নির্বাচনে যে সকল বুথ গুলিতে বিজেপি প্রার্থী কম ভোট পেয়েছিল সেই সকল বুথ গুলিতে ভোট প্রচারে জোর দিয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। এইদিন তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে বর্তমান রাজ্য সরকারের কাজের নিরিখে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান ভোট প্রচারে শাসক বিরোধী সকলের বাড়িতে যাচ্ছেন। সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করছেন তিনি।