স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : স্বল্প বৃষ্টিতে কৈলাসহর মহকুমা বিভিন্ন অঞ্চলে সব্জি চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বৃষ্টির ফলে মিস্টি কুমড়, কাচা মরিচ, চালকুমড়া, ঝিংগা ইত্যাদি সব্জি বৃষ্টির জলে জমিতে নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত সব্জি চাষীরা চাইছেন কৃষি দপ্তরের আধিকারিকরা তাদের পাশে দাঁড়ানোর জন্য।
চাষীরা জানান, এই বৃষ্টির ফলে কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের সমরুরমুখ এলাকার সব্জি চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের সমরুরমুখ এলাকার সব্জি গোটা কৈলাসহর মহকুমার পাশাপাশি কুমারঘাট এবং ধর্মনগর সহ আশপাশ এলাকার বাজারগুলোতে সমরুরমুখ এলাকার সব্জি বিক্রি হয়ে থাকে। সমরুরমুখ এলাকার নব্বই শতাংশ মানুষের মূল জীবিকা সব্জি চাষ করা। মনু নদীর পাশে অবস্থিত সমরুরমুখ এলাকার সব্জি চাষীরা সারাবছরই বিভিন্ন ধরনের সব্জি চাষ করে থাকেন। এই এলাকার সব্জি সুস্বাদু হয়ে থাকে বলে এই সমরুরমুখ এলাকার সব্জি চাহিদাও খুব বেশি। গত দুদিনের বৃষ্টির জলে সব্জি গুলো নষ্ট হতে শুরু করায় গ্রামের সকল সব্জি চাষীরা একসাথে সবগুলো সব্জি জমি থেকে তোলতে শুরু করেছেন। যার ফলে, তারা ব্যবসায়ীদের কাছে কম মূল্যে সব্জি বিক্রি করতে বাধ্য হচ্ছে বলে সব্জি চাষীরা জানান।