স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : নির্মাণ কাজ করতে গিয়ে দেওয়াল চাপায় মৃত্যু হল এক শ্রমিকের। আহত আরো এক শ্রমিক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার রাতে চাম্পাহাওর থানাধীন বিদ্যাবিল এলাকার গরমাইবাড়ি এলাকায়। মৃত শ্রমিকের নাম মিঠুন দেববর্মা। বয়স ৩২।
বাড়ি কচু বাড়ি এলাকায়। গুরুতর আহত শ্রমিকের নাম সমীর দেববর্মা। বাড়ি কচুবাড়ি এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, বিদ্যাবিল গড়মাই বাড়ি এলাকায় দেওয়াল নির্মাণের কাজ চলছিল। সেই কাজে নিয়োজিত ছিলেন তারা। কাজ চলার সময় দেওয়াল ভেঙ্গে পড়ে দুই শ্রমিকের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুন দেববর্মার। খবর পেয়ে এলাকায় ছুটে যায় চাম্পাহাওর থানার পুলিশ। আহত সমীর দেববর্মা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে জানা যায় মিঠুন দেববর্মার ২ পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য শ্রমিকদের মধ্যে।