স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : রবিবার সাতসকালে প্রবল ঝড় বৃষ্টির ফলে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে ইন্দ্রনগর জগৎপুর এলাকায়। জানা যায় এইদিন সকালে প্রবল ঝড়ের ফলে একটি গাছ ভেঙ্গে পরে বিদ্যুৎ-এর খুঁটির উপর। এতে করে ভেঙ্গে যায় বিদ্যুৎ-এর খুঁটিটি। ছিঁড়ে যায় বিদ্যুৎ পরিবাহী তার।
স্থানীয় এক ব্যক্তি জানান গাছ পরে বিদ্যুৎ-এর খুঁটি ভেঙ্গে যাওয়ার সাথে সাথে খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মীদের। বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়ে যায়। স্থানীয়দের দাবি বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে যাতে শুরুতে গুরুত্ব দিয়ে দেখা হয়। দ্রুত এলাকার বিদ্যুৎ পরিষেবা সংস্কার করা হয়। না হলে দুর্ভোগ সাধারণ মানুষকে।