স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য এলেন নির্বাচন কমিশন নিযুক্ত কেন্দ্রীয় অবজারভার ভিভেক এল ভিমানোয়ার। উমাকান্ত একাডেমীর স্ট্রং রুম ও ভোট গণনা কেন্দ্রের পরিকাঠামো দেখে তিনি পুরোপুরি সন্তোষ ব্যক্ত করলেন। সঙ্গে ছিলেন নির্বাচনী আধিকারিক তথা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।
স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও খতিয়ে দেখেন কেন্দ্রীয় অবজারভার। পাশাপাশি পরিকাঠামো গত বিভিন্ন দিকগুলো ও বিস্তারিত খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। সার্বিক ব্যবস্থায় তিনি খুশি। বসানো হয়েছে প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরা ও। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা।