Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতো : মুখ্যমন্ত্রী

পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতো : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ :শুক্রবার জিরানীয়ার ব্রীজ চৌমুহনী থেকে এক বাইক র্যাালী সংগঠিত করা হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব-এর সমর্থনে হুড খোলা গাড়িতে করে বাইক র্যা লিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যী সহ অন্যান্য নেতৃত্ব।

বাইক মিছিল শেষে হয় জনসভা। জনসভায় রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বিরোধীরা প্রচার করে রাজ্যে আইন-শৃঙ্খলা ঠিক নেই। কিন্তু সমগ্র দেশের তথ্য বলছে আইন-শৃঙ্খলার দিক থেকে বর্তমানে ত্রিপুরা রাজ্য ভালো স্থানে রয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকারের সময় সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা করা হয়েছে। বর্তমান সরকার সমস্যা সমাধানের মাধ্যমে সরকারে টিকে থাকতে চায়। রাজ্যের পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতো। বর্তমান সরকার সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করেছে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান বর্তমান সরকার যা বলে তাই করে। বর্তমান সরকার মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট নির্মাণের জন্য এইবারের বাজেটে অর্থের সংস্থান রেখেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য