স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : গোপন খবরের ভিত্তিতে চুরি যাওয়া দুটি বাইক সহ আটক তিন চোর। এর মধ্যে এক চোর আগরতলা শহরের কুখ্যাত চোর বলে পরিচিত। তার নাম টোটন দাস। বাড়ি ক্যাম্পের বাজার এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, গত ২৬ মার্চ মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে প্রমুজিৎ দাস নামে এক যুবকের বাইক চুরি হয়ে যায়। তারপর মহারাজগঞ্জ ফাঁড়িতে একটি মামলা করা হয়। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার রেকর্ড সংগ্রহ করে ক্যাম্পের বাজার এলাকার টুটন দাস নামে কুখ্যাত চোরকে আটক করে।
তাকে জিজ্ঞাসাবাদ করার পর রুবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহা নামে দুজন সহযোগী চোরকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আগরতলায় রেল স্টেশনে তারা প্রমোজিৎ দাসের বাইক সহ ভুতুরিয়া এলাকা থেকে একটি বাইক চুরি করে রেখেছে। পুলিশ জানায় দুটি বাইক মালিকদের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ কুখ্যাত টোটনের কাছ থেকে একটি চাবি উদ্ধার করেছে। এই চাবিটি দিয়ে অভিযুক্ত প্রমোজিতের বাইকটি চুরি করেছিল। পুলিশ তাদের রিমান্ড চেয়ে আদালতে তুলবে। পুলিশের ধারণা তাদের সাথে আরো অনেকে জড়িত রয়েছে।