স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের জন্য অস্থায়ী প্রধান কার্যালয় তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়।
উপ নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের উদ্বোধন করেন। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে প্রার্থী জানান, আসন্ন উপ নির্বাচনে নির্বাচনী সমস্ত কাজ এই কার্যালয় থেকে চলবে। আখড়া এলাকায় আরো একটি নির্বাচনী কার্যালয় করা হবে। এবং সমস্ত নির্বাচনী প্রচারের কাজ এখান থেকেই চলবে বলে জানান প্রার্থী। প্রার্থী আরো বলেন, ভারতীয় জনতা পার্টি সারা বছরই মানুষের সাথে যোগাযোগ রাখে। আসন্ন নির্বাচনে এলাকা থেকে মানুষের সমর্থন নিয়ে তিনি জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন।