স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়ার শেষ হয়। পশ্চিম ত্রিপুরা আসনের জন্য মোট ৯ টি মনোনয়ন পত্র জমা পরে। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মনোনয়ন পত্র গুলি স্কুটিনি করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়ন পত্র গুলি স্কুটিনি করা হয়।
স্কুটিনির পর রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার ৯ টি মনোনয়ন পত্রই বৈধ হিসাবে ঘোষণা করেন। তিনি আরও বলেন জমা পরা ৯ টি মনোনয়ন পত্রের মধ্যে ৫ টি মনোনয়ন পত্র জমা দিয়েছে নির্দল প্রার্থী। ৪ টি মনোনয়ন পত্র রাজনৈতিক দলের। তার মধ্যে এস.ইউ.সি.আই, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, বিজেপি ও কংগ্রেস দলের প্রার্থীর মনোনয়ন পত্র রয়েছে। ৩০ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দেন। তারপর পশ্চিম আসনের মোট প্রার্থীর সংখ্যা চূড়ান্ত হয়ে যাবে বলে জানান রিটার্নিং অফিসার।