স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : সোমবার এক আনন্দের মুহূর্তের সাক্ষী রইল রাজভবন। দোল উৎসব উপলক্ষে ব্যাপক জাঁকজমকভাবে এক আনন্দঘন অনুষ্ঠান হয় রাজভবনে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উপস্থিতিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৃষ্টিহীন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে রাজ্যের বৈশিষ্টজনদের নিয়ে রাজভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাজ্যপাল। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যবাসীকে এই শুভ মুহূর্তের সাক্ষী হয়ে বুকভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানান। রাজ্যপাল বলেন, আগামী ১৯ এবং ২৬ এপ্রিল আসন্ন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রিপুরা রাজ্যে। সকলে যাতে ভোটকেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, তার জন্য আহ্বান জানান রাজ্যপাল।