Saturday, July 27, 2024
বাড়িরাজ্যজে.এন.ইউ -র জয়ের পর রাজ্যে উল্লাস বামপন্থীদের

জে.এন.ইউ -র জয়ের পর রাজ্যে উল্লাস বামপন্থীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের ক্ষমতা দখল করল বামপন্থীরা। নির্বাচনে ভরাডুবি হল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। সংসদের একাধিক পদে জয় ছিনিয়ে নিয়েছেন বামেরাই। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, চারটি আসনেই পরাজিত হয়েছে গেরুয়া শিবির।

সভাপতি পদে এবিভিপি-র উমেশচন্দ্র আজমিকে পরাস্ত করেন বাম প্রার্থী ধনঞ্জয়। ৩০ বছর পর দলিত প্রার্থী হিসেবে জেএনইউ-র ছাত্র সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন ধনঞ্জয়। তারপরেই উচ্ছ্বাসে মেতে উঠতেছে রাজ্যের বাম ছাত্র সংগঠন। সোমবার দুপুরে ছাত্র যুব ভবনের সামনে রাস্তার দুপাশে আবির খেলে জয়ের উল্লাসে মেতে উঠেছে রাজ্যের বাম ছাত্র সংগঠনের সদস্যরা। এসএফআই রাজ্য সভাপতি সন্দীপন দেব জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জয় হয়েছে জে এন ইউ -তে। ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস আগামী দিনে শেষ কথা বলবে না। স্বৈরাচারীদের পরাস্ত করতে দেশের মানুষ এবং ছাত্র-যুবরা প্রস্তুত হয়ে আছে বলে জানান তিনি। জে এন ইউ -র জয় আগামী দিনে ছাত্র যুবদের আরও বেশি উৎসাহিত করবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য