স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : কৈলাশহর থেকে অপহৃত নাবালিকা উদ্ধার গুজরাটের আমেদাবাদ থেকে। ঘটনার বিবরণে জানা যায় ২০২৩ সালের ১৮ ডিসেম্বর কৈলাশহর মহিলা থানায় অপহুত নাবালিকার পিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন ১৮ ডিসেম্বর কাঞ্চনপুর এলাকার এক যুবক ওনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।
তারপর কৈলাশহর মহিলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সহযোগিতা নিয়ে নাবালিকা ও অভিযুক্ত যুবকের সন্ধান পায়। পরবর্তী সময় কৈলাশহর মহিলা থানার তদন্তকারী পুলিশ অফিসার পম্পি নাথের নেতৃত্বে কৈলাশহর মহিলা থানার একটি পুলিশ টিম গুজরাটে ছুটে যায়। এবং আমেদাবাদ এলাকার স্থানীয় থানার সহযোগিতা নিয়ে অভিযুক্ত যুবক ও অপহুত নাবালিকাকে উদ্ধার করে। রবিবার অভিযুক্ত যুবক ও ঐ নাবালিকাকে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসা হয়। সোমবার অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করে পুলিশ। কৈলাশহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।