স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার সকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, মনোনীত বিজেপি প্রার্থী দীপক মজুমদার, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।
প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যী বলেন, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বুথ সভাপতি এবং কর্পোরেটর সহ যারা সাংগঠনিক দায়িত্ব রয়েছেন তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কার্যকর্তাদের উৎসাহ দেখে বুঝা গেছে এলাকায় প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী দীপক মজুমদারকে জয়ী করে পদ্ম ফুল ফোটাতে সকলে প্রস্তুত। আসন্ন উপ নির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়ে বিপুল ভোটে দীপক মজুমদারকে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী।