Monday, February 17, 2025
বাড়িরাজ্যজনসম্পর্ক স্থাপন করার সাথে সাথে জনসমর্থনও নিতে হবে, কার্যকর্তাদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী

জনসম্পর্ক স্থাপন করার সাথে সাথে জনসমর্থনও নিতে হবে, কার্যকর্তাদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : শত শত জনগণ নিয়ে জনসম্পর্ক অভিযান করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৩ নং বামুটিয়া বিধানসভার অন্তর্গত নবগ্রামে সোমবার সকালে ভোট প্রচারে যান মুখ্যমন্ত্রী। হাতে নরেন্দ্র মোদির ক্যালেন্ডার নিয়ে পৌছে যান জনগণের আশীর্বাদ নেওয়ার জন্য।

 তারপর একটি জমায়েত করে মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে, এবং সম্পর্কের সাথে সমর্থন নিতে হবে জনগণের। এই উদ্দেশ্য নিয়ে আজ ত্রিপুরার কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষের কাছে গিয়ে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঠিয়েছেন, আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন সাবকা সাথ সবকা বিকাশ। ত্রিপুরার ক্ষেত্রে যা বিগত দিনে ভাবা যায়নি, তাও হয়েছে গত ছয় বছরে। সবচেয়ে বড় বিষয় হলো প্রতিশ্রুতি অনুযায়ী হীরা মডেল দিয়েছে। এতে জনগণ উপকৃত হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি এবার ৩৭০ লক্ষ মাত্রা রেখেছে। তবে ৪০০ আসনের অধিক পেয়ে পুনরায় সরকার গড়বে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য