স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য শুক্রবার নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন করা হয়। রাজধানীর কর্নেল চৌমুহনী সংলগ্ন এলাকায় ফিতা কেটে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান যে কোন নির্বাচনের পূর্বে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেই মোতাবেক এইদিন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। পুজা দিয়ে বিজেপির নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। এই অফিস থেকে বিজেপির নির্বাচনী কাজ কর্ম করা হবে। তিনি আরও জানান রাজ্যের দুইটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক কিশোর বর্মণ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার সহ শতশত বিজেপির কর্মী সমর্থক।