স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : লোকসভা নির্বাচনের প্রাক লগ্নে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভার মধ্য দিয়ে ১০২ পরিবারের ছয় শতাধিক ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। প্রদেশ বিজেপি কার্যালয়ে এইদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরন করে নেন।
প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত জানান এইদিন যারা বিজেপি দলে যোগদান করেছে, তারা সকলে সিপিআইএম দল থেকে এসেছে। তারা মুলত শ্রমিক শ্রেণির মানুষ। রাজ্যের বিভিন্ন স্থান থেকে তারা এসেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন মুখী কাজ দেখে তারা বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছে বলে জানান তিনি।