স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : বৃহস্পতিবার ভোরে বিরাশি মাইলের অন্তর্গত শালবাগানের বিহারী হোটেলে পার্কিং করা গ্যাসের গাড়িতে অগ্নিসংযোগ ঘটে। পুড়ে ভস্মিভূত হয়ে যায় গাড়িটি।
জানা যায়, ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে দমকলের ইঞ্জিন ছুটে আসে। দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির নম্বর টি আর ০১ এ ভি ১৮০৯। নাহলে আগুন আরও বেশি বিস্তার লাভ করতে পারতো বলে মনে করছে স্থানীয়রা। তবে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।