স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : সম্প্রতি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তিপরা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। এই ত্রিপাক্ষিক চুক্তির মধ্যে কি কি বিষয় রয়েছে সে বিষয়টা এখনো ষ্পষ্টিকরণ করা হয়নি। রিপাবলিকান পার্টি পক্ষ থেকে এর ষ্পষ্টিকরণ চাইলেন দলের কার্যকরী সভাপতি অনন্ত দেববর্মা। তিনি জানান, বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।
এই আলোচনার পর দাবি করা হচ্ছে আগামী তিন বছরের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির মধ্যে থাকা সমস্ত দাবি পূরণ করতে হবে সরকারকে। তিনি নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে বলেন, যেহেতু এই আইনের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে তাই ইতিমধ্যে রাজ্যে কার্যকর করা যাবে না। রিপাবলিকান পার্টি এর বিরোধিতা করে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২৬ শে মার্চের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, দলের লড়াই কৌশল কি হতে চলেছে। আয়োজিত বৈঠকে সেদিন এছাড়াও উপস্থিত ছিলেন দলের সভাপতি সত্যজিৎ দাস সহ অন্যান্যরা।