স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : বুধবার কমলপুর থানাধীন দূর্গা চৌমুহনি নাকা পয়েন্টে ধর্মনগরের দিক থেকে আসা একটি পন্যবাহী মিনি ট্রাক থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সিগারেট ও সুপারি। লরির নম্বর টি আর ০৫এ ১৮৭৮। পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় সুপারি গুলো। সেখানে তল্লাশি করে পঞ্চাশ বস্তা বার্মিজ সুপারি ও এক বস্তা সিগারেট উদ্ধার হয়।
গাড়ি চালক ও সহ চালককে আটক করেছে পুলিশ। ধৃতরা হলো গাড়ি চালক অমিত দাস ও সহচালক মান্না চক্রবর্তী। দুইজনের বাড়ি ধর্মনগর মহকুমায়। কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর জানান আটককৃত সামগ্রীর মধ্যে বার্মিজ সুপারির বাজার মূল্য আট লক্ষ টাকা ও আরব আমিরাতের তৈরি অরিস সিগারেটের মূল্য হবে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা। তিনি জানান আটক সামগ্রীগুলি তারা কাস্টমসের হাতে তুলে দিয়েছেন। ধৃত দুজনকে আদালতে তোলা হবে।