স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : আদালতের আদেশ অমান্য করে যে সমস্ত অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আর যে সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের তল্লাশি চালাচ্ছে সংশ্লিষ্ট এলাকার থানাগুলি।
বুধবার বিশালগড় থানা এলাকার যে সমস্ত অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে পলাতক ছিল তাদের গ্রেফতার করার জন্য তল্লাশি চালায়। রঘুনাথপুর থেকে আরাবুল রহমান নামে একজন পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ। জানা যায় বিশালগড় থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে আদালতের আদেশ অমান্য করে পলাতক ছিল বলে জানান বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি।