স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : কু-মতলব নিয়ে মহিলার উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে প্রমিলা বাহিনী উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নলিনীকান্ত সিংহ সহ কয়েকজন দুষ্কৃতী গত ১৪ মার্চ এক মহিলার উপর কু-মতলব নিয়ে আক্রমণ সংগঠিত করে প্রাননাশের চেষ্টা করেছিল।
ঘটনার বিবরণে জানা যায়, সেদিন এই মহিলার উপর গ্রামের বাসিন্দা নলিনীকান্ত সিংহ আক্রমণ চালায়। এতে মহিলা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনার পরেই স্থানীয়রা চুড়াইবাড়ি থানার পুলিশ নলিনী কান্ত সিংহকে গ্রেপ্তার করে, কিন্তু তার সাথে অন্যরা যারা জড়িত ছিল, তাদের গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনার পর গ্রামে মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অভিযুক্ত নলিনীকান্ত সিংহের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে গোবিন্দপুরের মহিলারা উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী দ্বারস্থ হয়।
পাশাপাশি এই প্রাণঘাতী হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে মহিলাদের পক্ষ থেকে স্মারক লিপি পুলিশ সুপারের উদ্দেশ্যে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার আশ্বস্ত করেছেন বিষয়টি গুরুত্বপূর্ণ দেখা হবে। তবে জেলা পুলিশ সুপার জানিয়েছেন আটক হওয়া একজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে অভিযুক্তরা কু-মতলব নিয়ে এই মহিলার উপর আক্রমণ সংগঠিত করেছিল। এলাকার মহিলাদের বলা হয়েছে যদি তারা আদালতে সাক্ষী দেয় তাহলে অভিযুক্তের কঠোর শাস্তি হবে। এখন দেখার বিষয় অভিযুক্ত নলিনী কান্ত সিংহের কি শাস্তি হয় এবং বাকি অভিযুক্তদের পুলিশ জালে তুলতে পারে কিনা।