স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আদি ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করবেন মিলন পদ মুড়াসিং। বুধবার এই আসনে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন মিলন পদ মুড়াসিং। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান, আজকে থেকে মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। আজকে প্রথম কোন এক নির্দল প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্দল প্রার্থী মিলন পদ মুড়াসিং -এর বাড়ি শান্তির বাজার পতিছড়ায়। আগামী ২৭ মার্চ পর্যন্ত সকাল ১১ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। ছুটির দিন ছাড়া বাকি দিনগুলিতে নির্দিষ্ট সময়মত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে প্রার্থীদের কাছ থেকে বলে জানান তিনি।